
এবিএনএ : করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর চেষ্টায় সহায়তা দিতে বাংলাদেশে আসছে চীনের চারজন বিশেষজ্ঞ। দেশে মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সিস্টেম তৈরির জন্য তারা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং সরকারের অন্যান্য এজেন্সির সঙ্গে কাজ করবেন। এদেশে তিনমাস অবস্থান করবেন তারা। ইতোমধ্যে তারা ভিসা পেয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। তিনি বলেন, ‘এই চারজনই চীনের রাষ্ট্রায়ত্ত সিনোভাশিও সংস্থায় কর্মরত। এই সংস্থাটি মহামারি নিয়ন্ত্রণ করার জন্য চীন সরকারকে সফলভাবে সহায়তা করেছিল।’
পাশাপাশি পুরোপুরি চীনা অর্থায়নে গড়া চীন-বাংলাদেশ মৈত্রী আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রকে কোভিড-১৯ রোগীদের জন্য একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানান রাষ্ট্রদূত। চীন মুসলিম দেশগুলোর পাশে রয়েছে উল্লেখ করে তিনি জানান, চীনা চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ইরান, ইরাক, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, পাকিস্তান এবং আফ্রিকার অন্যান্য মুসলিম দেশে পাঠানো হয়েছে। চীন এ পর্যন্ত নিরীক্ষা কিট, টিউব, ভেন্টিলেটর, মাস্ক, থার্মোমিটার, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জামসহ লাখ লাখ চিকিৎসাসামগ্রী ও উপকরণ প্রদান করেছে।’
Share this content: