এবিএনএ : করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও ফ্রান্স। এবার সেই তালিকায় যুক্ত হল মধ্যপ্রাচ্যের দেশ ইরান।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৮ জন। এ সংখ্যাসহ এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫২ জনে দাঁড়াল। এ দিকে করোনার আঁতুড়ঘর চীনে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৩২৬ জন। সে হিসাবে সংক্রমণের প্রায় দেড় মাসের মাথায় মৃতের সংখ্যায় চীনকে টপকাল ইরান।
গত ১৯ ফেব্রুয়ারিতে ইরানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এর পর তা ব্যাপকহারে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করেও হার মানছে ইরান সরকার। ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ২৯০ আইনপ্রণেতার মধ্যে ২৩ জনই এতে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা সংকটে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, করোনাভাইরাস এমন কিছু না, যার জন্য আমরা কোনো নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করতে পারব। তবে আসছে মাসগুলোতে কিংবা চলতি ইরানি বছরে এ ভাইরাস আমাদের সঙ্গে থাকবে বলে ধারণা করছি।
প্রসঙ্গত, এখন পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৪৩ জন। মারা গেছেন ৩ হাজার ৪৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭৩৬ জন।