এবিএনএ : কমান্ডো ট্রেনিংয়ে অংশ নিতে ভারত গেলেন বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ভারতের উদ্দেশে রওনা হন। ভারতের নয়াদিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ট্রেনিং সেন্টারে কমান্ডো প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন তারা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ হেড কোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। তিন সপ্তাহব্যাপী এ ট্রেনিং শুরু হবে আগামীকাল সোমবার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের মধ্যে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। এদের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২৫ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ জন। এদিকে এবারই প্রথম একজন নারী এএসপিসহ পাঁচজন নারী পুলিশ সদস্য কমান্ডো প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায়ের সময় পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) ড. খ. মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় তিনি যথাযথভাবে প্রশিক্ষণগ্রহণ এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনসহ অপরাধ নিয়ন্ত্রণে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।