
এবিএনএ: কচুয়া প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়ছে। বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের আহবায়ক তুষার রায় রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে খোন্দকার নিয়াজ ইকবালকে সভাপতি ও কাজী সাইদুজ্জামানকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সমীর বরণ পাইক, যুগ্ম সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা। নির্বাহী সদস্যরা হলেন তুয়ার রায় রনি, শুভংকর দাস বাচ্চু, সরদার অলিউজ্জামান, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল।
Share this content: