জাতীয়বাংলাদেশলিড নিউজ

কক্সবাজারে জেলের জালে ধরা পড়ছে ২০৩টি কোরাল

এবিএনএ: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে টানা জাল ফেলার এক ঘন্টা পর স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ৩০ মন লাল কোরাল মাছ। ৬ থেকে ৭ কেজি ওজনের প্রায় ২০৩টি মাছ জালে ধরা পড়েছে। এ মাছগুলো ৭ লাখ টাকার বিনিময়ে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।বুধবার (৩ নভেম্বর) বিকেলে মাছ ভর্তি নৌকাটি নিয়ে সেন্টমার্টিন ডেইল পাড়া ঘাটে ভিড়লে স্থানীয় লোকজন ভিড় করেন। এর আগে একই দিন বিকেল ৩ টায় বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে উত্তরে আবদুর রশিদের মালিকাধীন তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা মাছ শিকারে গেলে জালে ধরা পড়েছে মাছগুলো। এ মাছগুলো ৭ লাখ টাকার বিনিময়ে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মুফিজ আলম।নৌকার মালিক ও মাঝি আবদুর রশিদ বলেন, বুধবার বিকেলে তার নেতৃত্বে ১৬ জন মাঝিমাল্লা সেন্টমার্টিনের অদূরে উত্তর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ শিকারের জন্য জাল ফেলে। এক ঘন্টা পর জাল টেনে তুলততে গিয়ে দেখা পড়ে লাল কোরালগুলো। এ মাছ গুলোর ওজন প্রায় ৩০ মন হতে পারে। সেখানে ২০৩টি মাছ রয়েছে। যা ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।এ বিষয়ে মাছ ব্যবসায়ী মুফিজ আলম জানান, স্থানীয় এক জালে ধরা পড়া ২০৩টি কোরাল মাছ ৭ লাখ টাকা দামে কিনেছি। সেখানে ৩০ মন মাছ হতে পারে।এবিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলে জালে অনেক লাল কোরাল ধরে পড়েছে। মাছগুলো ৭ লাখ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়েছি।

Share this content:

Related Articles

Back to top button