বিনোদনলিড নিউজ

ওয়েব সিরিজে নায়িকা তিনি

এবিএনএ: বড় ভাই নৃত্যশিল্পী কোরিওগ্রাফার বাদশা’র হাত ধরেই মিডিয়াতে পা রাখেন রাহা তানহা খান। চিরসবুজ’খ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’তে অভিনয় করে সবার নজরে আসেন এই শিল্পী। এরপর একে একে অভিনয় করেন বেশ কিছু নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওতে।

সম্প্রতি রাহা তানহা খান অংশ নিলেন বেশ কিছু ওয়েব সিরিজে। আগামী ৯ মার্চ থেকে তিনি সাফি উদ্দিন সাফির ওয়েব সিরিজ ‘সিনেমাটিক’-এর কাজ শুরু করবেন। এতে রাহা তানহা অভিনয় করবেন একজন নায়িকার চরিত্রে। তার বিপরীতে থাকবেন শিপন মিত্র আর পরিচালকের ভূমিকায় দেখা যাবে খালিদ হোসেন সম্রাটকে।

রাহা তানহা খান বলেন, ‘আমার মূল লক্ষ্য, একজন মুভি স্টার হওয়ার। সে স্বপ্ন নিয়ে শোবিজে পা রেখেছি। কাজ দিয়ে, নিজেকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার স্বপ্ন পূরণ হবেই।’ এদিকে, রাহা তানহা খান শেষ করেছেন ইভান মনোয়ারের ‘হেলেন অব ট্রয়’ ও খায়রুল পাপনের ‘আফটার ব্রেক’ ওয়েব সিরিজে কাজ। এছাড়াও সম্প্রতি শেষ করেছেন মো. আসলামের ‘ভালোবাসা ডটকম’ ও মুকুল নেত্রবাদীর ‘রূপ’ সিনেমার কাজ। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ওয়েব সিরিজ ‘কাকতালীয়’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button