

এবিএনএ : ওয়ানাক্রাই নামের র্যানসমওয়্যার ভাইরাস দিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা টমাস বোসার্ট ওয়াল স্ট্রিট জার্নালে এই অভিযোগ করেছেন। সাইবার হামলার ঘটনায় এবারই প্রথম যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে দায়ী করল।
প্রতিবেদনে বলা হয়, সাইবার হামলার ঘটনায় আজকের মধ্যে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে পিয়ংইয়ংকে একটি লিখিত বিবৃতিও পাঠাবে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্র প্রশাসন বলেছে, ওয়ানাক্রাই নামের র্যানসমওয়্যার ভাইরাস দিয়ে সাইবার হামলার জন্য উত্তর কোরিয়া সরাসরি দায়ী। চলতি বছরের শুরুর দিকে সারা বিশ্বের হাসপাতাল, ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যাংক এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়ানাক্রাই নামের র্যানসমওয়্যার দিয়ে ১৫০টি দেশের অন্তত তিন লাখ কম্পিউটারে সাইবার হামলা চালানো হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানগুলো কয়েক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।
সাইবার হামলার ঘটনায় এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে দায়ী করল যুক্তরাষ্ট্র
টমাস বোসার্ট বলেছেন, তথ্য–প্রমাণের ভিত্তিতেই সাইবার হামলার জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে অবশ্যই উত্তর কোরিয়াকে জবাবদিহি করতে হবে। এ ছাড়া এ ঘটনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় ‘সর্বাধিক চাপ প্রয়োগ’ করবে।
গত ১২ মে এ র্যানসমওয়্যার আক্রমণ শুরু হয়। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে কম্পিউটার ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে বলা হয়। তা না হলে পুরো ফাইল নষ্ট করে ফেলার হুমকি দেওয়া হয়। ১৫০টি দেশের তিন লাখের বেশি পিসিতে আক্রমণ করে এ ম্যালওয়্যার।