এবিএনএ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র মাতা বেগম ফজিলাতুন নেছার ইন্তেকালে মরহুমার বিদেহী আতœার শান্তি কামনায় দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। গত ১ মার্চ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, বেগম ফজিলাতুন নেছা রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ফেব্রæয়ারী সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেন। মরহুমার ইন্তেকালে ইতিপূর্বে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানে ড. সিদ্দিকুর রহমান দলের পক্ষ থেকে তার বক্তব্যে বেগম ফজিলাতুন নেছার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন আজ কোন বক্তব্য নয়। আমরা দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের জন্য দোয়া করবো। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল দেশের জন্য আরো কাজ করার উপরও গুরুত্বারোপ করেন। দোয়া মাহফিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সহ সভাপতি মহবুবুর রহমান ও সামসুদ্দীন আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাজাহিদুল ইসলাম, আবুল মনসুর খান, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলেমান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পদক মিসবাহ, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও কার্যকরী পরিষদ সদস্য সামসুল আবদীন, জহিরুল ইসলাম, মজিবুল মওলা সহ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা নূরে আলম বাবু, যুবলীগ নেতা শেখ জমাল হোসেন, সেবুল মিয়া, আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।