বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে বসেছে আ’লীগ

এবিএনএ : নির্বাচন কমিশন-ইসির সঙ্গে সংলাপে বসেছে আওয়ামী লীগ। বুধবার নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে শুরু হওয়া সংলাপে আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।
সংলাপে ক্ষমতাসীন দলটি নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস না করা, ইভিএম চালুসহ ১১ দফা প্রস্তাব দেবে।
এসব প্রস্তাবের বেশ কয়েকটি বিএনপির প্রস্তাবের বিপরীতমুখী অবস্থান থাকবে।
আওয়ামী লীগ নেতাদের ২১ জনের মধ্যে রয়েছেন (চিঠির তালিকায় ক্রমঅনুযায়ী)- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচটি ইমাম, ড. মশিউর রহমান, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, সাবেক রাষ্ট্রদূত জমির, মো. রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এইচএন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button