এবিএনএ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আমন্ত্রণে একত্রিত হলেন একঝাঁক শিল্পী। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই আড্ডার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শোবিজের জনপ্রিয় তারকারা।
এ তালিকায় আছেন- চিত্রনায়ক ফারুক, ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, গায়ক কুদ্দুস বয়াতী, খালেদা আক্তার কল্পনা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, রোকেয়া প্রাচী, হাসান মাসুদ, মুনীরা ইউসূফ মেমী, জায়েদ খান, তমা মির্জা, শাহনূর, মাসুম বাবুল, তিমির নন্দী, তপন চৌধুরী, সিথি সাহা, সুবর্ণা মুস্তাফা, রফিকুল আলম, এসডি রুবেল, চিত্রশিল্পী হাশেম খানসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমরা যারা শিল্পীরা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছি, তাদের নিয়ে একসঙ্গে বসার লক্ষ্যেই গতকাল এ আয়োজন করেন ওবায়দুল কাদের সাহেব। সাংস্কৃতিক অঙ্গনের অনেক শিল্পীরাই সে আড্ডায় অংশ নিয়েছেন। সবাই মিলে দারুণ একটা সময় কাটিয়েছি।’ তিনি আরও জানান, মন্ত্রী আমাদের খোঁজ-খবর নিয়েছেন। আড্ডায় দেশের উন্নয়নে শিল্প-সংস্কৃতির ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সঙ্গে মতবিনিময় করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জানা যায়, গতকালের আয়োজনটি ছিল তারই একটি অংশ।