
এবিএনএ : নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিএনপি জঙ্গি তৎপরতায় ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘এজন্যই তারা (বিএনপি) সরকারের গৃহীত পদক্ষেপের বিরোধিতা করছে, বিএনপি চায় রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে পড়ুক।’
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। ‘বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি রোহিঙ্গাদের সেভ জোনে রাখার বিরুদ্ধাচারণ করছে। কারণ তাদের দিয়ে বিএনপি নতুন সন্ত্রাসী খেলায় মেতে উঠতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের সেভ জোনে রাখার প্রস্তাব বিএনপি ভালো চোখে দেখছে না। তারা ভালো কিছু পছন্দ করে না, তারা চায় রোহিঙ্গারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক।’
বিএনপি রোহিঙ্গা ইস্যু দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এমনটা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রধান বিচারপতির ছুটি নিয়েও রাজনীতি করতে চায়। বিচারপতির অসুস্থতাকে তারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তারা প্রধান বিচারপতি ও রোহিঙ্গাদের ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায়।’
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে রাজনৈতিক কূটকৌশল শুরু করেছে। ১/১১-এর কুশলীরা এখনও সক্রিয়। তারা নোংরা রাজনীতির খেলায় নামতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংগঠনের সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম প্রমুখ।
Share this content: