আমেরিকা

ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউসে যাননি বব ডিলান

এবিএনএ : সাহিত্যে নোবেলজয়ী সংগীতশিল্পী বব ডিলান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণ হোয়াইট হাউসে যাননি। আমাদের জন্য দুর্ভাগ্য যে, বব ডিলান আজ হোয়াইট হাউসে আসছেন না বলে প্রেস বিফ্রিংয়ে জানান হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট।  জানা যায়, বুধবার হোয়াইট হাউসে গিয়েছিলেন চার জন নোবেল বিজয়ী। বৈঠকে উপস্থিত থাকা চারজন হলেন, পদার্থবিদ্যায় নোবেল জয়ী ডানকান হ্যালডেন ও জে মাইকেল কসটারলিজ, রসায়নে নোবেলজয়ী স্যার ফ্রেশার স্টডডার্ট এবং অর্থনীতিতে নোবেল জয়ী অলিভার হার্ট।  এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান, সংগীত বিশ্ব যাকে চেনে বব ডিলান নামেই। গান লেখা আর গাওয়া ছাড়াও ডিলান ছবি এঁকেছেন, অভিনয় করেছেন। ১৯৭১ সালে তার লেখা গদ্য আর পদ্য নিয়ে প্রকাশিত হয় ‘ট্যা রেন্টুলা’, ১৯৭৩ সালে প্রকাশিত হয় ‘রাইটিংস অ্যান্ড ড্রইংস’, আর ২০০৪ সালে তার স্মৃতিকথা ‘ক্রনিকলস’। ওয়ান্ডার্স বয়েজ চলচ্চিত্রে ডিলানের ‘থিংকস হ্যাভ চেইঞ্জড’ গানটি ২০০১ সালে অস্কার জিতে নেয়। ২০০৮ সালে পুলিৎজার পুরস্কারের জুরি বোর্ড যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননা জানায়। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে ডিলানের গলায় পরিয়ে দেন ‘মেডাল অব ফ্রিডম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button