আমেরিকা

ওবামার সৎভাই ‘ট্রাম্পকে ভোট দেবেন’

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সৎভাই মালিক ওবামা ভোট দেবেন ডোনাল্ড ট্রাম্পকে।

বারাক ওবামা ডেমোক্রেটিক পার্টি থেকে দুই বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার সৎভাই কেনীয়-মার্কিনি মালিকা ওবামাও ডেমোক্রেটিক পার্টির সমর্থক। ১৯৮০-এর দশক থেকে তিনি ওয়াশিংটনে বসবাস করছেন।

কেন ট্রাম্পকে ভোট দেবেন- এ প্রসঙ্গে মালিক ওবামা জানিয়েছেন, ট্রাম্প স্পষ্টভাষী ব্যক্তি।

৮ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প প্রস্তাব করেছেন, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিমদের নিষিদ্ধ করা হবে। এ সম্পর্কে জানতে চাইলে মালিক ওবামা বলেন, এটি তো ‘সাধারণ ব্যাপার’। নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প এমন বলেছেন।

ডেমোক্রেটিক পার্টিকে ভোট না দেওয়ার কারণ শুধু ট্রাম্পের স্পষ্টভাষা নয়, বারাক ওবামার প্রতিও তার ক্ষোভ রয়েছে। মালিকের অভিযোগ, পরিবারের অন্যদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তিনি।

মালিক বলেছেন, ওবামা পরিবারের (স্ত্রী ও মেয়েরা ছাড়া) কোনো সদস্য ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে নেই, ফিলাডেলফিয়ায় জায়গা পায়নি তারা, যা হতাশার এবং প্রাকারন্তে প্রতারণামূলক।

মালিকের অভিযোগ, প্রেসিডেন্ট ওবামা তার ঐতিহ্য নিয়ে অনেক বড়াই করেছেন … কিন্তু এখন তা বড়ই ম্লান।

ডেমোক্রেটিক পার্টি থেকে রিপাবলিকান পার্টিতে সমর্থন ঘুরিয়ে নেওয়ার জন্য ট্রাম্পকে ভোট দেবেন মালিক।

মালিক ওবামাও রাজনৈতিক মুখ হতে চান। ২০১৩ সালে কেনিয়ার সাইয়া কাউন্টির গভর্নর পদে নির্বাচন করে হেরে যান তিনি।

ওবামার জন্ম যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে। তার মা শ্বেতাঙ্গ মার্কিনি এবং বাবা কেনিয়ার কৃষ্ণাঙ্গ। ওবামা বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে।

২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর প্রথম বারের মতো কেনিয়া সফরে যান ওবামা।

Share this content:

Related Articles

Back to top button