জাতীয়বাংলাদেশলিড নিউজ

প্রধান বিচারপতির সঙ্গে ওবায়দুল কাদেরের নৈশভোজ

এবিএনএ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাত ৮টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে যান ওবায়দুল কাদের। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের যুগান্তরকে বলেন, শনিবার রাত ৮টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে নৈশভোজে অংশ নেন ওবায়দুল কাদের। নৈশভোজ ছাড়াও তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক হয়। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতির কাছে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরেন। এ আলোচনা সামনে আরও হবে বলে জানান তথ্য কর্মকর্তা আবু নাসের। গত ২ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলসংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এরপর থেকেই সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে এ রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়।

Share this content:

Related Articles

Back to top button