আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
এস কে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা


এবিএনএ: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। আজ সোমবার বিকালে শাহবাগ থানায় গিয়ে তিনি নিজেই মামলাটি করেন। শাহবাগ থানার ওসি কর্মকর্তা আবুল হাসান সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।