এবিএনএ: দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) বাংলাদেশের মেয়েদের জয়জয়কার। এসএ গেমস ক্রিকেটে শুরুটা দারুণ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। মেয়েদের ক্রিকেটে ভারত পাকিস্তান নেই। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ছাড়াও নেপাল, মালদ্বীপ ও ভুটান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) কারাতেতে দুটি সোনা জয়ের দিনেই ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চারটি দল নিয়ে মেয়েদের ক্রিকেট ইভেন্টে সবচেয়ে কঠিন প্রতিপক্ষকেই হারিয়ে দিয়েছে সালমা খাতুনের দল। আজ নেপালের পোখারায় শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে উড়িয়ে এসএ গেমসে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। পোখরায় আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৬ উইকেটে ১২২ রান তোলে। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে দুর্দান্ত বল করেছেন অধিনায়ক সালমা। জবাবে বাংলাদেশ ৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।
Share this content: