জাতীয়বাংলাদেশলিড নিউজ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি; ৫ ভারতীয় জেলের মরদেহ উদ্ধার

এ বি এন এ : সুন্দরবনের দক্ষিণ-পশ্চিম অংশের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জনের মধ্যে ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ। তবে, নিহতদের কারও পরিচয় জানা যায়নি। অভিযানে দুই জেলাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানায় কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জেলে। এর আগে, শনিবার বিকেলে ১৭ ভারতীয় জেলেকে নিয়ে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ট্রলারটি ডুবে যায়। উদ্ধার অভিযান শুরু করলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ রাখা হয়। এরপর রবিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশের নৌবাহিনী ও কোস্টগার্ড ছাড়াও ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা।

Share this content:

Back to top button