আমেরিকালিড নিউজ

‘রকেটম্যানের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার প্রয়োজন নেই’

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছেন, উ. কোরিয়ার ‘রকেটম্যানের’ সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। টিলারসন বলেছিলেন, উ. কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ট্রাম্প উ. কোরীয় নেতা কিম জং উনকে রকেটম্যান বলে অভিহিত করেন। শনিবার টিলারসন বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। টুইটারে দেয়া পোস্টে সেই ব্যঙ্গ অব্যাহত রেখে ট্রাম্প বলেন, আমি আমাদের দারুণ পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বলেছি ‘ছোট রকেট ম্যানের’ সঙ্গে আলোচনা করে সে সময় নষ্ট করছে।
ট্রাম্প যোগ করেন, ওবামা, ক্লিনটন ও বুশসহ তার পূর্বসূরিরা রকেটম্যানের সঙ্গে ভাল আচরণ করায় ব্যর্থ হয়েছে। তাহলে কিভাবে এটা এখন কাজ করবে? রেক্স তোরা শক্তি বাঁচিয়ে রাখো, যা করা প্রয়োজন তা আমরা করবোই। সম্প্রতি ট্রাম্প ও কিম একে অপরকে পাগল বলে অভিহিত করেন। ট্রাম্পের কথাকে কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করে উ. কোরীয় পররাষ্ট্রমন্ত্রী।

Share this content:

Related Articles

Back to top button