এবিএনএ: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত এক্সপ্রেসওয়ের এই অংশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ রবিবার থেকে যান চলাচলের জন্য উম্মুক্ত হবে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে কাওলা অংশে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন করেন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে পৌনে চারটার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। সেখানে টোলপ্লাজায় টোল পরিশোধ করে ফার্মগেটের উদ্দেশে রওনা দেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। এদিকে উদ্বোধন উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্যমেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। শেখ হাসিনা সরকার, বারবার দরকার নেতাকর্মীদের স্লোগানে, স্লোগানে মুখরিত সমাবেশস্থল ও আশপাশের এলাকা।
বিকাল চারটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে সমাবেশের গেট খুলে দেয়। সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলের বিভিন্ন গেটে এসে ভিড় করেন। তারা বাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে এসে সমাবেশস্থলে জড়ো হন। তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে। একইসঙ্গে তারা দলীয় স্লোগানও দিচ্ছেন। এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও বক্তব্য দেবেন।
আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছেন। বড় বড় মেগা প্রজেক্টসহ অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার। আগামী দিনেও আমরা শেখ হাসিনার সরকারকে চাই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।