এবিএনএ: নানা অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে এই অভিযান শুরু হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার এলজিইডি কার্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অভিযানে ৩৬টি টিম কাজ করছে। তারা অনিয়ম, দুর্নীতি, ঘুষ লেনদেন, কাজ না করেই বিল উত্তোলন এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্ত করছে।
যে কার্যালয় গুলোতে অভিযান চালানো হচ্ছে, তার মধ্যে রয়েছে এলজিইডির প্রধান কার্যালয় (আগারগাঁও, ঢাকা), মোড়েলগঞ্জ (বাগেরহাট), মুলাদী (বরিশাল), শিবগঞ্জ (বগুড়া), কমলনগর (লক্ষ্মীপুর), রামু (কক্সবাজার), চট্টগ্রাম, আনোয়ারা (চট্টগ্রাম), চৌদ্দগ্রাম (কুমিল্লা), কেরানীগঞ্জ (ঢাকা), দিনাজপুর, গোয়ালন্দ (রাজবাড়ী), গাজীপুর সদর, কোটালীপাড়া (গোপালগঞ্জ), কমলগঞ্জ (মৌলভীবাজার), বাঘারপাড়া (যশোর), শ্রীপুর (মাগুরা), বটিয়াঘাটা (খুলনা), কিশোরগঞ্জ সদর, উলিপুর (কুড়িগ্রাম), দৌলতপুর (কুষ্টিয়া), জাজিরা (শরীয়তপুর), ত্রিশাল (ময়মনসিংহ), বন্দর (নারায়ণগঞ্জ), কবিরহাট (নোয়াখালী), নওগাঁ সদর, তাড়াশ (সিরাজগঞ্জ), পটুয়াখালী সদর, নাজিরপুর (পিরোজপুর), রাজশাহী, ফুলছড়ি (গাইবান্ধা), জগন্নাথপুর (সুনামগঞ্জ), ভুঞাপুর (টাঙ্গাইল), তেঁতুলিয়া (পঞ্চগড়), জামালপুর এবং কাপ্তাই (রাঙ্গামাটি) এলজিইডি কার্যালয়।
দুদক জানিয়েছে, অভিযানের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।