আন্তর্জাতিকলিড নিউজ

এরদোগানকে যা বললেন ইতালি প্রেসিডেন্ট

এবিএনএ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে স্বাগত জানিয়ে তুরস্ককে ইতালির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সার্গেই ম্যাটিরেলা। গত রোববার এরদোগান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার প্রায় ১ সপ্তাহ পর শুক্রবার তাকে স্বাগত জানালো ইতালির প্রেসিডেন্ট। খবর আনাদলু এজেন্সির।ইতালির প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি আপনার মেয়াদকালের মধ্যে তুরস্ক যাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পায় এ জন্য আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এছাড়া দুই দেশের সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন ইতালি প্রেসিডেন্ট। এর আগে গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হহয় রিসেপ তায়্যিপ এরদোগান। নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী আঙ্কারায় নিজের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রধান কার্যালয়ের বেলকনিতে দাঁড়িয়ে দেয়া ভাষণে তিনি। তিনি বলেন, প্রায় ৯০ শতাংশ ভোটার উপস্থিতির মাধ্যমে তুরস্ক দুনিয়াকে গণতন্ত্রের শিক্ষা দিয়েছে। এ নির্বাচনে তুরস্কের জনগণ, এ অঞ্চল এবং দুনিয়ার সব নিপীড়িত মানুষের বিজয় অর্জিত হয়েছে। এরদোয়ান বলেন, শাসক নয়, বরং সবসময় জনগণের সেবক হওয়ার চেষ্টা করেছি। আমার দেশের জনগণ এ ব্যাপারে অনেক সজাগ। তুরস্কে রোববার একইসঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, ৫৩ দশমিক ৭০ শতাংশ ভোট পায় এরদোয়ানের জোট। অন্যদিকে পিপলস অ্যালায়েন্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজের দল সিএইচপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল অ্যালায়েন্স পায় ৩৪ দশমিক ০৪ শতাংশ ভোট।

Share this content:

Back to top button