জাতীয়বাংলাদেশলিড নিউজ

এরই মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে: ওবায়দুল

এবিএনএ : সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়রের গুলিতে সাংবাদিক হত্যার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এরই মধ্যে সিরাজগঞ্জে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে ঘটনা তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় গোমতী সেতুর পাইলিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক হত্যায় জড়িত যেই হোক না কেন তাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিকভাবে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় আওয়ামী লীগ কখনও নির্লিপ্ত থাকেনি। আওয়ামী লীগ এসব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা গ্রহণ করেছে। এবারও ব্যত্যয় ঘটবে না।

প্রসঙ্গত, জাপানি সহায়তা সংস্থা জাইকার সহযোগিতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোট তিনটি সেতু হচ্ছে। এগুলো হলো-দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা এবং দ্বিতীয় গোমতী সেতু। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে মোট আট হাজার কোটি টাকা, যার ছয় হাজার কোটিই দিচ্ছে জাইকা। এই সেতুটির কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের মার্চ মাসে।

Share this content:

Related Articles

Back to top button