
এ বি এন এ : শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ধর্ম অবমাননা করায় স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন-নারায়ণগঞ্জের এমপি সেলিম ওসমানের এমন দাবি নাকচ করে দিয়ে ওই শিক্ষক বলেছেন, এমপি কোন কিছু জানতে না চেয়ে চড় মেরে বলেছিলেন-শালা কান ধর। আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি দাবি করেন, পুরো ব্যাপারটিই ছিল সাজানো। তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন আমাকে মারধর করে। বিকালে সেলিম ওসমান ঘটনাস্থলে আসেন। যে ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল ওই ঘরে ঢুকে এমপি কোন কথা না বলে দুটি করে চারটি চড় মারেন। এরপর ঘর থেকে বের করে লোকজনের সামনে এনে আমাকে বলেন, শালা কান ধর। ১০ বার ওঠবস কর। ধর্ম নিয়ে কটুক্তি করেছেন কিনা এমন প্রশ্নে ওই শিক্ষক দাবি করেন এমন কিছু তিনি করেননি।
Share this content: