রোববার থেকে নার্সদের আমরণ অনশন

এবিএনএ : দাবি আদায় না হলে আগামী রোববার থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেকার নার্সরা।
মঙ্গলবার সকালে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু প্রশাসন আমাদের বিষয়ে কোনো সাড়া দিচ্ছে না। আমরা আগামী শনিবার পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এর মধ্যে আমাদের দাবি মানা না হলে রোববার থেকে আমরা আমরণ অনশনে যাব।
গত ২৮ মার্চ পিএসসি তিন হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার এবং বয়সসীমা ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে ৩০ মার্চ থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।
Share this content: