এবিএনএ : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল। ইংল্যান্ডের, উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। রাজকীয় এই বিয়েতে উপস্থিত ছিলেন বহ অথিতি, যাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও। মেগানের খুব কাছের বন্ধু তিনি। দু’জনকে একসঙ্গে বহু পার্টিতে এবং শোতে দেখা গেছে। সেই কারণে অধিকাংশ লোকজন ভেবে বসেছিল প্রিয়াংকাই হবেন মেগানের ব্রাইডসমেড। তবে এসব গুঞ্জন এখন অতীত।
সব গুঞ্জন ছাপিয়ে প্রিয়াংকা হাজির হয়েছিলেন এই রাজকীয় বিয়েতে। এ অভিনেত্রীর বিয়েতে অংশ নেয়া নিয়ে নানান কৌতূহল ছিল তার ফ্যানদের। যেমন, তিনি কীরকম আউটফিটে সেখানে যাবেন, উপহার কী নিয়ে যাবেনসহ আরও অনেক প্রশ্নই ঘুরছিল চারিদিকে। তবে পাপারাৎজীর সুবাদে তার কস্টিউমের ছবি পাওয়া গেল। ল্যাভেন্ডার রঙের ফর্মালসে লাইমলাইট কাড়লেন ‘পিসি’। রয়্যাল ওয়েডিংয়ের সাজ হিসেবে তার সাজ এক্কেবারে পারফেক্ট। এর সঙ্গে ফিলিপ ট্রেসির কাস্টম-মেড হ্যাট পরেছিলেন যার নিখুঁত কারুকার্য নজর কাড়ে সকলের। তবে বিয়ে চলাকালীন কোন মিডিয়ার সঙ্গে তেমন কথা বলেননি তিনি। সেখান থেকে বের হয়ে এসে প্রিয়াংকা কথা বলেছেন। তিনি এই বিয়ে প্রসঙ্গে বলেন, এটি আমার দেখা সর্বোচ্চ রাজকীয় বিয়ে। এমন রাজকীয় বিয়ের সাক্ষী হতে পেলে ভালো লাগছে। খুবই ভালো লেগেছে এখানে উপস্থিত হয়ে। আমার বন্ধু মেগান ও প্রিন্স হ্যারি জন্য অনেক শুভকামনা। তারা যেন সারা জীবন সুখি থাকতে পারে সেই কামনা করি।