জাতীয়লিড নিউজ

আবাসিক এলাকার অনুমোদনহীন প্রতিষ্ঠান সরাতে হবে

এবিএনএ : আবাসিক এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে সরিয়ে নিতে হবে। এছাড়াও অনুমতি ছাড়া আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আবাসিক এলাকায় গড়ে ওঠা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ক্যাম্পাস, বার, রেস্টুরেন্ট, হাসপাতালসহ বিভিন্ন অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

বৈঠকে আবাসিক এলাকার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে রাজউক, গৃহায়ণ কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত অভিযান পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। ছয় মাসের সময় গণনা আজ থেকে শুরু হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button