
এবিএনএ: সুপারহিরোদের ছবিতে একেবারেই আনকোরা নন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। এর আগে ডিজনি মুভিজের বিখ্যাত চরিত্র মেলাফিসেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন এই তারকা। তবে এবার মার্বেল কমিকসের সুপারহিরোদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন এই হলিউড অভিনেত্রী। জানা গেল, মার্বেল ফ্রেঞ্চাইজি তাদের ‘ইটারনাল’ কমিকসটিকে পর্দায় আনতে যাচ্ছে। আর সেই কমিকসেরই কোনো একটি সুপারহিরোর চরিত্রে দেখা যাবে জোলিকে।তবে কোন চরিত্র তিনি হাজির হবেন সেটা এখনই প্রকাশ করতে চাইছে না মার্বেল। সেটি থাকছে চমক হিসেবে। ‘ইটারনাল’ প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৭৬ সালে। এই কমিকসটির গল্প লিখেছেন জ্যাক কারবি। ‘ইটারনাল’ চলচ্চিত্রের পরিচালনায় থাকবেন চাইনিজ নারী পরিচালক ঝাও টিং। এ বছরের শেষ দিকে ছবিটির বিস্তারিত জানিয়ে কাজ শুরু করবে মার্বেল ফ্রেঞ্চাইজি। আর প্রথমবার সুপারহিরো হওয়ার সুযোগে উচ্ছ্বসিত জোলি।
Share this content: