আমেরিকা

‘হিলারির মতো যোগ্য কেউ নেই’

এ বি এন এ : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে হিলারি ক্লিনটনের মতো যোগ্য কেউ নেই। আমিও তার মতো যোগ্য নই, বিল ক্লিনটন ছিল না, কেউই না।’

বুধবার রাতে ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশনে এক ভাষণে ওবামা এ কথা বলেন।

ওবামা বলেন, ‘আমরা নভেম্বরের নির্বাচনে হিলারিকে জয়ী করতে যাচ্ছি। হিলারির যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে তা হলো মানুষ তাকে যতই দাবিয়ে রাখতে চাক না কেন, তিনি কখনো হার মানেন না।’

হিলারির প্রশংসা করে ওবামা আরো বলেন, ‘তিনি এমন এক মানুষ যিনি সবার কথা শোনেন, নিজেকে শান্ত রাখেন এবং সবাইকে সম্মানের চোখে দেখেন।’

ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘আমেরিকান ড্রিম হলো এমন কিছু, যা কোনো দেয়াল (ডোনাল্ড ট্রাম্প) দ্বারা বাধাগ্রস্ত করা যাবে না। আমি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

ওবামা বলেন, ‘একজন রাজনীতিক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি যুক্তরাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তের অংশ। প্রকৃতপক্ষে আপনি যতই পড়াশোনা করেন না কেন, আপনি ওভাল অফিসে না বসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না সেখানে বসে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে। কীভাবে বৈশ্বিক সমস্যা মোকাবিলা করতে হবে এবং যুবকদের যুদ্ধে পাঠাতে হবে। হিলারি এসব সিদ্ধান্তের সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন। তাই তিনি জানেন কীভাবে এসব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়।’

Share this content:

Related Articles

Back to top button