এবিএনএ: মারজান আহমেদের অসাধারণত্ব মূলত ‘আউটসোর্সিংয়ে’। সেখান থেকে এবার মডেলিংয়ে নাম লেখালেন তিনি। ২০ আগস্ট ইউটিউবে প্রকাশিত ন্যান্সির গাওয়া ‘তুমি যেমন’ শিরোনামের গানের মডেল হয়েছেন তিনি।
‘তুমি যেমন’ গানটির গীতিকার ও সুরকার অভি আকাশ। এ গানে ভিডিও পরিচালক হিসেবে কাজ করেছেন ফরহাদ আহমেদ। গানটি প্রযোজনা করেছেন মীর মাসুম গায়েন। ছুটি রিসোর্ট গাজীপুরে হয়েছে এই গানের শুটিং।
গানের মডেল সম্পর্কে পরিচালক ফরহাদ আহমেদ দৈনিক ইত্তেফাক অনলাইনকে জানান, আমার মনেই হয়নি মডেল নতুন এবং প্রথম। সাবলীল ছিল ক্যামেরার সামনে অল থ্রু। তার লুকও বৈশিষ্টমণ্ডিত। খুবই ভালো করেছেন তিনি। দর্শকশ্রোতা দেখলেই পছন্দ করবেন এ বিশ্বাস আমার আছে।
গানটির বিষয়ে মারজান আহমেদ বলেন, আনুষ্ঠানিকভাবে এটা আমার প্রথম মিউজিক ভিডিও। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি ভালকিছু দেওয়ার। ‘তুমি যেমন’ শিরোনামে গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। গানটি সবার লাভ লাগবে বলে প্রত্যাশা করি।
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ বিষয়ে মাস্টার্স করা মারজান ‘জীবনের জন্য রক্ত’ নামের একটি স্বেচ্ছায় রক্তদান গ্রুপ চালান তিনি। বর্তমানে তিনি বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন।