বাংলাদেশরাজনীতিলিড নিউজ

এবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করল বিএনপি

এবিএনএ: প্রধান উপদেষ্টার পর এবার ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ রবিবার সকাল ৯টা ২০ মিনিট গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ব্যারিস্টার কায়সার কামাল অংশ নেন।

বৈঠক ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন উপস্থিত ছিলেন।

Back to top button