জাতীয়বাংলাদেশলিড নিউজ

এবার বাজারে এলো ‘পরকীয়া’, দাম ১৪,৭০০ টাকা

এবিএনএঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন শপিংমল ও দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত ঈদের কেনাকাটায় ব্যস্ত সকলেই। কেউ পরিবারের সদস্যদের জন্য, আবার কেউ পোশক থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান কিনছেন ঈদ পালনের জন্য।

প্রতিবছর ঈদ এলেই বাজারে আসে নানান রকম বাহারি পোশাক। বিক্রেতারা যে ধরণের পোশাক নিয়ে আসেন, থাকে তারা বাহারি নামও। মাস্তানি, দিলওয়ালে, ওবামা, মোদি কোর্ট, মাসাককালি, বাজরাঙ্গি, পাখি বিভিন্ন নামে পোশাক বিক্রি হয়। এ ছাড়া ওপার বাংলার বিভিন্ন সিরিয়ালের কিংবা মূখ্যচরিত্রের নামের সঙ্গে মিলিয়ে বাজারজাত করা হয় পোশাক। এর মধ্যে কিরণমালা, অপরাধী, শিমুল, বকুল, সাতভাই চম্পাসহ উল্লেখযোগ্য। এ সকল পোশাক নিয়ে আলোচনা-সমালোচনা থাকলে সবকিছু ছাপিয়ে এবার বাজারে এসেছে ‘পরকীয়া’ নামে পোশাক। ঈদ বাজারে মেয়েদের জন্য আসা এই পোশাকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু করেছেন অনেকেই। নামের পাশাপাশি দামের দিক থেকেও বেশ আলোচনায় পোশাকটি। পরকীয়া ড্রেসের দাম রাখা হয়েছে ১৪ হাজার ৭০০ টাকা।

Share this content:

Related Articles

Back to top button