এবিএনএ : ঐশ্বরিয়া, কারিনার পথ ধরে এবার অভিনয়ে রানি ফিরছেন রানির মতোই। হ্যাঁ, বলিউড অভিনেত্রী হিসেবে আবার দেখা যাবে জনপ্রিয় তারকা রানি মুখার্জিকে।সন্তান জন্ম নেয়ার আগে সবশেষ ২০১৪ সালে রানিকে ‘মর্দানি’ সিনেমায় দেখা গিয়েছিল। পরে দীর্ঘ বিরতি। এত দিন মেয়েকে সময় দেওয়াটাই ছিল তাঁর প্রধান কাজ। মেয়ে এখন বড় হয়েছে।
আর তাই ক্যারিয়ার নিয়ে আবারো ব্যস্ত হতে চাচ্ছেন রানি। রানি বলছেন স্ক্রিনে কামব্যাকের জন্য একটা ভাল মানের স্ক্রিপ্ট তাঁর প্রয়োজন। সে চিত্রনাট্য পেয়ে গিয়েছেন তিনি। ভারতীয় মিডিয়ার খবর যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘হিচকি’ দিয়ে শিগগিরই কাজ শুরু করছেন এ নায়িকা।
এই ছবিতে এক মেয়ের গল্প বলবেন পরিচালক। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন।
রানি বলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে বলে আশা করছি।’
Share this content: