এবিএনএ: ইউক্রেনে হামলার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ষষ্ঠ ধাপের প্রস্তাবিত নিষেধাজ্ঞায় রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের কথিত বান্ধবী অ্যালিনা কাবায়েভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া প্রস্তাব এখনও পাস না হলেও বিষয়টি নিয়ে ব্রাসেলসে আলোচনা চলছে। ইউরোপীয় নেতারা এটি শিগগিরই পাসের ব্যাপারে আশাবাদী। কূটনৈতিক সূত্র জানায়, আলোচনা চলমান। এখন অপেক্ষা করতে হবে।
কাবায়েভার সঙ্গে পুতিনের এক দশকের বেশি সময় ধরে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। এই নারী জিমন্যাস্টে অলিম্পিক চ্যাম্পিয়ন। তাদের এ সম্পর্কের বিষয়টি ক্রেমলিন সব সময় অস্বীকার করে এসেছে। তারা নিজেরাও এ সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি। তবে পশ্চিমারা কাবায়েভাকে পুতিনের বান্ধবী বলেই বিশ্বাস করে।