এবিএনএ : ট্রেলারের পর এবার প্রথম গানেই নবাবের বাজিমাত। গতকাল শনিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে নবাব সিনেমার গান ‘ও ডিজে’। যেখানে শুভশ্রীর জমকালো পোশাকে আবেদনমী ভঙ্গিমার সঙ্গে নান্দনিক ডান্স প্রদর্শিত হয়েছে।
এর আগে প্রকাশিত হয়ে ‘নবাব’ সিনেমার ট্রেলার। এই সিনেমাতে নতুন রূপের শাকিবকে দেখে মুগ্ধ হচ্ছেন অনেকে। সদ্য প্রকাশিত ও ডিজে গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও আকাশ। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে নায়ক শাকিব তার ফেসবুকে শেয়ার দিয়েছেন এটি।
যৌথ প্রযোজনার ছবি নবাব বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার জয়দ্বীপ মুখোপাধ্যায় পরিচালনা করছেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী।
শাকিব ও শুভশ্রী ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুব্রত, শিবা সানু, রেবেকা প্রমুখ। আসছে ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও সিনেমাটি মুক্তি পাবে।