আন্তর্জাতিকলিড নিউজ

এবার কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণ

এবিএনএঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি এলাকায় দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের সময় গোলাগুলির শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে।  সেখানে দেখা যাচ্ছে, বিস্ফোরণের কারণে আকাশে ধোঁয়া ও ধুলো জমাট বেঁধেছে। এ ছাড়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি বিস্ফোরণস্থলে বেশ কিছু প্রাইভেটকার অবস্থান করছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুবাইভিত্তিক দ্য ন্যাশনাল পত্রিকার রিপোর্টার রুচি কুমার জানিয়েছেন, একটি বিস্ফোরণের ঘটনাস্থল দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের কাছেই।  তবে প্রকৃতপক্ষে কী লক্ষ্যে হামলাটি চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Share this content:

Related Articles

Back to top button