
এ বি এন এ : রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে অবৈধ ভাবে টাকা তোলার সময় এক চীনা হ্যাকারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সকালে আটকের সময় ওই হ্যাকারের কাছ থেকে বেশ কয়েকটি মেমোরী কার্ড, কয়েকটি এটিএম কার্ড ও চীনা পাসপোর্ট জব্দ করা হয়। দায়িত্বরত র্যাবের এক সদস্য গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৬ টার সময় ওই হ্যাকার প্রাইম ব্যাংকের এটিএম বুথে প্রবেশ করেন।
আটকের পর তার কাছে অনেকগুলো মেমোরি কার্ড, ৩ টা এটিএম কার্ড ও চীনের পার্সপোর্ট পাওয়া যায়। ওই চীনা নাগরিক ৩ টি কার্ড ব্যবহার করে ওই টাকা উত্তোলন করে। এর মধ্যে একটি কার্ড ফেলে দিয়েছে। দুইটি তারা জব্দ করেছে। তাৎক্ষণিকভাবে ওই চীনা নাগরিকের পরিচয় প্রকাশ করেনি র্যাব। তবে প্রাইম ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান ৬৬ হাজার টাকা উত্তোলন করেছে ওই ব্যক্তি। ওই চীনা নাগরিক এখন র্যাবের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Share this content: