আমেরিকালিড নিউজ

এগিয়ে থাকার আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগের সব প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় এবারের চিত্র অনেকটাই ভিন্ন। এর কারণ মহামারি করোনাভাইরাস। প্রতিবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল স্পষ্ট হতে শুরু করে ভোটগ্রহণের রাত থেকেই। পরের দিন পরাজিত পক্ষের বক্তব্যের মাধ্যমেই শিলমোহর পড়ে জনগণের রায়ে। কিন্তু করোনা সংকটের কারণে এবার অনেক কিছুই বদলে গেছে। এদিকে ৩ নভেম্বরের এই মার্কিন নির্বাচনে ‘এগিয়ে থাকার’ আভাস পেলেই নিজেকে বিজয়ী ঘোষণার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন ঘিরে তার এমন মন্তব্য জনমনে শঙ্কা জাগিয়েছে।

মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, নির্বাচনের পর মঙ্গলবার রাতে এগিয়ে থাকার আভাস পেলে আনুষ্ঠানিক ফল জানানোর আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এমন মন্তব্য হতাশ করেছে নির্বাচনী বিশ্লেষকদেরও। এক প্রতিবেদন অনুযায়ী, এবার ডাকযোগে বিপুল আগাম ভোট পড়ায় বেশ কয়েকটি রাজ্য ৩ নভেম্বর নির্বাচন শেষে ভোট গণনা শুরু করবে। কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্য ভোট গণনা শুরু করবে ৩ নভেম্বরেরও পরে। নির্বাচনের চূড়ান্ত ফল পেতে তাই কয়েক দিন লেগে যেতে পারে। কিন্তু ট্রাম্প চান নির্বাচনের রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে। সেটা বৈধ করারও পাঁয়তারা করছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

করোনাভাইরাস মহামারির কারণে এবার অন্যবারের চেয়ে বেশি মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন। ইউএস ইলেকশনস প্রজেক্ট বলছে, ছয় কোটি মার্কিন ভোটার এবার ডাকযোগে ভোট দিয়েছেন; যা অন্যান্যবারের চেয়ে অনেক বেশি। ডাকযোগে ভোটদান সম্পর্কে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টি থাকলেও মহামারির পরিস্থিতিতে তা এড়ানো যায়নি। অন্যদিকে, বিশেষজ্ঞদের ধারণা- ডাকযোগে ভোটদানের কারণে পিছিয়ে যেতে পারে নির্বাচনের ফল ঘোষণার পর্ব। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি সমীক্ষা বলছে, মার্চে প্রাথমিক পর্যায়ের নির্বাচনের পর গড়ে প্রতিটি অঙ্গরাজ্যের চারদিন সময় লেগেছিল ভোটগণনা শেষ করতে।

Share this content:

Related Articles

Back to top button