আন্তর্জাতিকলিড নিউজ

এক রাতের জন্য মডেলকে আড়াই লাখ পাউন্ড প্রস্তাব

এবিএনএ: বৃটেনের গ্লামারাস মডেল রায়ান সাগডেন (৩১)। রাশিয়ার এক ব্যবসায়ী তাকে কাছে পেতে চান। এক রাতের জন্য হলেও তার শরীরের নেশায় মেতে থাকতে চান তিনি। এ জন্য প্রস্তাব করেছেন আড়াই লাখ পাউন্ড। রায়ান সাগডেনের যৌন উত্তেজনাকর ফটোশুট দেখে ওই ব্যবসায়ী এমন প্রস্তাব দিয়েছেন। রায়ানের এজেন্টের কাছে তিনি ইমেইল মারফত এ প্রস্তাব পাঠিয়েছেন। তবে রাশিয়ান ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয় নি। বলা হয়েছে, তিনি একজন ব্যাংকার ও বিটকয়েন ব্যবসায়ী। অনলাইন দ্য সানকে একটি সূত্র বলেছেন, কোমল মনের অনেক ভক্ত রায়ানকে অনেক পুরষ্কার দিয়েছেন। কিন্তু এই প্রস্তাব তাকে যেন হাওয়ায় উড়িয়ে নিয়েছে। প্রস্তাবটি জেনুইন। কিন্তু রায়ান এনগেজড হয়ে আছেন। তিনি সুখে সময় কাটাচ্ছেন। শরীর বিক্রি করার অভ্যাস তার নেই। উল্লেখ্য, আগামী মাসে অলিভার মেলোর (৩৭) এর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা রয়েছে। এখানে আরো উল্লেখ করা যেতে পারে ১৯৯৩ সালের ছবি ‘ইনডিসেন্ট প্রপোজালে’ রবার্ট রেডফোর্ডস বিলিয়নিয়ার ডেমি মুরকে শয্যাসঙ্গী করার জন্য ১০ লাখ ডলার প্রস্তাব করেছিলেন।

Share this content:

Related Articles

Back to top button