তথ্য প্রযুক্তিলিড নিউজ

চীনের অ্যাপ স্টোর থেকে সরানো হলো স্কাইপে

এবিএনএ : চীনে অ্যাপ স্টোর থেকে স্কাইপের কল ও মেসেজ সেবা সরিয়ে নেয়া হয়েছে। চীনা সরকারের দাবি মুখে এ পদক্ষেপ নেয়া হয়েছে। চীনে অ্যান্ড্রয়েডের অ্যাপ স্টোর থেকে এ অ্যাপ এখন থেকে আর ডাউনলোড করা যাবে না। ‘স্থানীয় আইনে’র সঙ্গে এ অ্যাপের সেবা সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ উঠেছে।

স্কাইপের মালিক মাইক্রোসফট বলেছে, এটি সাময়িকভাবে সরিয়ে নেয়া হয়েছে। যত দ্রুত সম্ভব এটি ফের ইনস্টল করা হবে। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, গত অক্টোবর থেকেই স্কাইপের সেবায় বিঘ্ন তৈরি হয়। অ্যাপল একটি বিবৃতিতে বলেছে, ‘চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তাদের বলেছে, ইন্টারনেট প্রটোকলের মাধ্যমে কল করার এই সেবা তাদের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্যই এ অ্যাপটি চীনের অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে। ‘

Share this content:

Back to top button