এবিএনএ: কাতার বিশ্বকাপের ফাইনালে লাতিন বনাম ইউরোপ মুখোমুখি। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। ওই ম্যাচের একাদশ দিয়েছে দুই দল।
আর্জেন্টিনা ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়েছে। মিডফিল্ডে আছেন নকআউট পর্বের শেষ দুই ম্যাচ মিস করা ডি মারিয়া। ফ্রান্স দলের বেশ কিছু ফুটবলার অসুস্থ ও ইনজুরিতে ছিলেন। তাদের নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
ফ্রান্সের একাদশ: হুগো লরিস, জুলেন কুন্দে, রাফায়েল ভারানে, ডায়ত উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিন চুয়ামেনি, আন্দ্রে র্যাবিওট, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভার জিরুদ।