
এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মিয়ানমারের নেত্রী সু চির সঙ্গে বৈঠক হয়েছে আমাদের। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গ্রাউন্ডওয়ার্ক শুরু করেছে মিয়ানমার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেন। এসময় মন্ত্রী বলেন, আমরা দ্বিপাক্ষিকভাবে সমাধানের কথা বলেছি। এভাবে সমাধান না হলে এরপর আমরা বিভিন্ন পর্যায়ে যাবো। আমরা যেহেতু হাঁটা শুরু করেছি, সুতরাং গন্তব্যে পৌঁছাবই।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ৫ দফার কথা আমরা জানিয়েছি। কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকার কাজ করছে বলে জানিয়েছে তারা। রোহিঙ্গাদের ফেরত নিতে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে দুই দেশের মধ্যে মতৈক্য হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোহিঙ্গার সঙ্কটের মধ্যে গত সোমবার মিয়ানমার সফরে যান। নে পি দোতে মিয়ানমারেরর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গেও কথা বলেন তিনি।
Share this content: