জাতীয়বাংলাদেশলিড নিউজ

পুলিশ হাসপাতালের জন্য ভেন্টিলেটর ও মাস্ক দিলেন শাহরিয়ার

এবিএনএ : করোনাভাইরাস মোকাবেলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বার্তায় জানানো হয়, করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পিতা মো. শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালের জন্য হস্তান্তর করা হয়। সেই সঙ্গে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয়কৃত এন-৯৫ মাস্কও প্রদান করা হয়।

এ সময় বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

দেশে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের সদস্যরা ফ্রন্টলাইনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সকল সদস্যের নিরাপত্তা এবং করোনা আক্রান্তদের স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

Share this content:

Related Articles

Back to top button