আমেরিকালিড নিউজ

ক্লিনটনের অভিশংসন প্রক্রিয়া নিয়ে মনিকার নাটক

এবিএনএ : নারী কেলেঙ্কারি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন–প্রক্রিয়া নিয়ে একটি সত্যিকারের অপরাধ ধারাবাহিক নাটক প্রযোজনা করছেন মনিকা লিউনস্কি। দেশটিতে ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এটির সম্প্রচার শুরু হতে পারে। এফএক্স নেটওয়ার্ক গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

‘আমেরিকান ক্রাইম স্টোরি’ নামের এই ধারাবাহিকের তৃতীয় ওই সেশনে হোয়াইট হাউসের শিক্ষানবিশ থাকাকালে তাঁর সঙ্গে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিনটনের সম্পর্কে জড়িয়ে পড়া এবং এ নিয়ে এক শতকের বেশি সময়ে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা নাটকীয়ভাবে তুলে ধরা হবে। এর আগে আমেরিকান ক্রাইম স্টোরির (এসিএস) আরও দুটি সেশন প্রচারিত হয়। ও জে সিম্পসনের বিচার এবং গিয়ান্নি ভার্সেসের খুনের ঘটনা ছিল ওই দুই সেশনের মূল কাহিনি। উভয় সেশন বহু পুরস্কার পায় এবং উল্লেখযোগ্য বিতর্কের জন্ম দেয়।

এফএক্স নেটওয়ার্ক এক বিবৃতিতে ওই ধারাবাহিকের তৃতীয় সেশন সম্প্রচারের ঘোষণা দেওয়ার পর তা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারীই দাবি করেছেন, এই সেশনের মধ্য দিয়ে একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির ঘটনা নতুন করে তুলে ধরার চেষ্টা চলছে। ওই ঘটনা ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ক্লিনটনকে প্রায় ক্ষমতাচ্যুত করে ছেড়েছিল। আগামী নির্বাচনের আগে এটি সম্প্রচারের ফলে বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কার্যত লাভবান হবেন।

ইতিমধ্যে গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপের অভিযোগ ও এর তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ নিয়ে তাঁকে অভিশংসিত করার প্রক্রিয়া শুরু করতে ডেমোক্র্যাটদের চাপ বাড়ছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের অর্ধেকের বেশি ডেমোক্র্যাট সদস্য এ প্রক্রিয়াকে সমর্থন করছেন।

এফএক্স নেটওয়ার্কের প্রধান জন ল্যান্ডগ্রাফ লস অ্যাঞ্জেলেসে টেলিভিশন সমালোচকদের এক অনুষ্ঠানে বলেছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনগণ খুবই কৌতূহলী হয়ে উঠছে। নির্বাচনে আগে এক দারুণ নাটক দেখতে পাবে তারা। তিনি বলেন, ‘আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, ওই ধারাবাহিক তা নির্ধারণ করতে চলেছে বলে আমি বিশ্বাস করি না।’

Share this content:

Related Articles

Back to top button