এবিএনএ : আগামীতে আবার একত্রে (দুই গ্রুপ একসঙ্গে) সুন্দরভাবে বিশ্ব ইজতেমা করার আহ্বান জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।তিনি বলেন, ‘‘ছোটখাট ভুলক্রটি যদি থাকে, এগুলো সমাধান করে আগামীতে আবার একত্রে সুন্দরভাবে ইজতেমা হোক, এটা সকলের কাছে আমার আবেদন।’’
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ইজতেমাস্থলে হামদার্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ফি মেডিকেল ক্যাস্প উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এ পর্বে মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব। পরে চারদিন বিরতি দিয়ে ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এতে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
গত কয়েক বছর দুই পর্বে দুই মতের অনুসারীরা ইজতেমা করছেন। এর আগের বছরগুলোতে দুই পর্বে অনুষ্ঠিত হলেও সবাই একত্রে অংশ নিতেন। ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘‘বিশ্ব ইজতেমা বিশ্বের কাছে পবিত্র জমায়েত। বিদেশে বিশ্ব ইজতেমা মানে টঙ্গীর বিশ্ব ইজতেমা ন্যামে খ্যাত। ইসলামের মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই। তাবলিগ যারা করেন, তারা নিঃস্বার্থভাবে করেন। সবার প্রতি আমার শ্রদ্ধা আছে।’’
হামদার্দ ওয়াকফ বাংলাদেশ লিমিটেডের ট্রাস্টি বোর্ডের চেয়াম্যান গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ধর্মমন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।