একটুর জন্য পর্ন তারকা হয়ে যাচ্ছিলাম: কঙ্গনা

এবিএনএ : ২০১৬ সালে বড়পর্দায় দেখা যায়নি কঙ্গনাকে। তবে বরাবরই আলোচনায় ছিলেন ভারতীয় চলচ্চিত্রের এ অভিনেত্রী। সম্প্রতি হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। সেই সূত্রে বিস্তর আইনি ঝামেলাও সামলেছেন। কিন্তু কঙ্গনার কাছে এ সব এখন অতীত। এবার আবার চমকপ্রদ কথা বলে আলোচনায় এসেছেন। তার প্রথম ছবি ২০০৬ সালে ‘গ্যাংস্টার’এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন কঙ্গনা রানাউত। সেই সময় একটি পর্ন ছবির কাজ মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন।‘গ্যাংস্টার’এর প্রস্তাব না পেলে সেটাই হতো তাঁর জীবনের প্রথম ছবি।
কঙ্গনার জানান,‘গ্যাংস্টার’ই আমাকে বলিউডে জায়গা করে দিয়েছিল। তার আগে একটা অ্যাডাল্ট ছবির জন্য শ্যুট করছিলাম। বুঝতে পারতাম, কাজটা ঠিক নয়। তবুও মেনে নিয়েছিলাম। মনে হতো যেন ব্লু ফিল্মের শ্যুট করছি। বয়স অল্প থাকায় সেই সময় ছবি নির্বাচনের ব্যাপারে দক্ষও ছিলাম না। তাই ‘গ্যাংস্টার’ না পেলে ওই অ্যাডাল্ট ছবির হাত ধরেই বলিউডে আগমন হতো।
আলোচিত এ নায়িকা বলিউড চলচ্চিত্রে অভিনয় দিয়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন । সাফল্য হিসেবে পেয়েছেন মোট ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর মধ্যে ২ বার সেরা অভিনেত্রী হিসেবে একবার সেরা সহঅভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান। এছাড়াও তিনি ৩টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারসহ কঙ্গনা মিডিয়াতে তার সৎ ও সাহসি কথাবার্তার জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত।
Share this content: