খেলাধুলালিড নিউজ

এই জয় ঈদ উপহার: প্রধানমন্ত্রী

এবিএনএ : মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বিজয়কে দেশবাসীর প্রতি পবিত্র ঈদের উপহার হিসাবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । জয়ের স্বাক্ষী হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে উপস্থিত হন। প্রধানমন্ত্রীর উপস্থিতি মাঠে টাইগারদের দারুণভাবে উজ্জীবিত করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ২০ রানে জয় লাভ করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল মুশফিকবাহিনী। বাংলাদেশের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

Share this content:

Back to top button