এবিএনএ : আগামীকাল রবিবার থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সূচি অনুযায়ী, ৩ এপ্রিল থেকে ৯ জুন হবে তত্ত্বীয় পরীক্ষা হবে। আর ১১ থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে দুপুর ২টায় পরীক্ষা শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
৩ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে। পরীক্ষার শুরুতেই অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী অংশটি। এরপর ১০ মিনিট বিরতি দিয়ে হবে সৃজনশীল অংশ।
Share this content: