জাতীয়বাংলাদেশলিড নিউজ

এআইএ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে প্রধানমন্ত্রী

এবিএনএ : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে শেখ হাসিনা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সৌদি আরবের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন ফযসল আবু সাক এবং রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ তাকে অভ্যর্থনা জানান। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অংশ নিচ্ছেন।
এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি গতকাল শনিবার রাত ৮টা ১৯ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.) এর রওজা জিয়ারতও করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মুসলিম দেশ সৌদি আরবে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার অনুষ্ঠেয় ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগ দেবেন তিনি। ওই সম্মেলনে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।
জানা গেছে, সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সম্মেলনের ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’ শীর্ষক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। সৌদি বাদশাহর দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। আগামী মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Share this content:

Back to top button