
এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, দুরদর্শিতা ও দক্ষতার কারণে দেশ যে উন্নয়নের মহাস্রোতে ও মহাসড়কে উন্নীত হয়েছে, তা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন চান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন চান, তাহলে নৌকায় ভোট দিবেন। আমরা আলোকিত বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশ দেখতে হলে আবারো শেখ হাসিনার কাঁধে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার হাণ্ডিয়ালে পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে হাণ্ডিয়াল হাইস্কুল মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর সভাপতিত্বে ও চাটমোহর সার্কেলের সিএএসপি তাপস কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধি সমাবেশে আরো বক্তব্য দেন,কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, র্যাব-১২ এর কমান্ডার অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর,পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, হাণ্ডিয়াল ইউপি চেয়ারম্যানকে এম জাকির হোসেন, হাণ্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল করিম মাস্টার, সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রাং প্রমূখ। সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সারাদেশকেই বদলে দিয়েছেন। ২০০৬ সালে দেশ কোথায় ছিলো,আজ কোথায়। আজকে খাদ্য ও বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমরা দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পেড়েছি। দেশের লোকসংখ্যা এখন মানব সম্পদে পরিণত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।
চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি আর জঙ্গিবাদ দমনে আমরা সফল হয়েছি। বিদেশে এক কোটি অভিবাসী আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বাজি রেখে জঙ্গি দমন করেছে। তারা দেশকে এগিয়ে নিয়ে গেছে। জনগণ আমাদের সহযোগিতা করছেন। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে, ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো। আমরা আরো এগিয়ে যাবো। পুরুষের পাশাপাশি নারীরাও দেশ গঠনে অবদান রাখছে। প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের নেত্রীই নন, এখন তিনি সারাবিশ্বের নেত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে ভাঙ্গুড়া থানা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ ও ফরিদপুর থানার নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।
Share this content: