খেলাধুলা

হামজার জাদু, সোহেলের বিস্ফোরণ—ভুটানকে হারিয়ে বিজয়ের উল্লাসে বাংলাদেশ

জাতীয় দলের হয়ে দেশের মাটিতে অভিষেকে হামজার দুর্দান্ত গোল, সোহেলের শটে দারুণ জয় পেল বাংলাদেশ

এবিএনএ :

জাতীয় দলে অভিষেকেই বাজিমাত করলেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের হয়ে প্রথমবার মাঠে নেমে দর্শকদের মাতিয়ে দেন এক দুর্দান্ত গোল করে। তার সঙ্গে দ্বিতীয়ার্ধে সোহেল রানার দুর্দান্ত শটে ভুটানকে ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলায় ভুটানকে চাপে রাখে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল। মাত্র ষষ্ঠ মিনিটেই কর্নার থেকে ভেসে আসা বলটি হেড করে জালে পাঠান অভিষেক ম্যাচ খেলতে নামা হামজা। হাজারো দর্শকের করতালিতে স্টেডিয়ামে তখন উৎসবমুখর পরিবেশ।

হামজার গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচে প্রথম গোল, তবে বাংলাদেশের মাটিতে এটি তার অভিষেক। স্টেডিয়ামজুড়ে তখন “বাংলাদেশ! বাংলাদেশ!” স্লোগানে মুখরিত।

বাংলাদেশ প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষক জিয়েলশেন জাংপোর দারুণ সেভে রক্ষা পায় ভুটান। ফাহমিদুল, জামাল ও মোরসালিনের নেওয়া শটগুলো কখনো পোস্ট মিস করেছে, আবার কখনো আটকেছেন জাংপো।

দ্বিতীয়ার্ধে আবারও রূপ নেয় লাল-সবুজের আগ্রাসন। ম্যাচের ৪৯তম মিনিটে দূর থেকে নেওয়া সোহেল রানার বাঁ পায়ের শট ছুটে গিয়ে ভুটানের জালে জড়ায়। এই গোলে ব্যবধান দাঁড়ায় ২-০।

ভুটান পরবর্তী সময়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করলেও বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়েছে। শেষ সময়ে জিগমে নামগিয়ালের একক প্রচেষ্টাও আটকে দেন মিতুল।

৯০ মিনিট শেষে জয় তুলে নেয় বাংলাদেশ। নতুন প্রাণ, নতুন আশা—হামজার আগমনে আবারও চাঙ্গা দেশের ফুটবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button